স্বপ্নসেবা কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ(SSKF-BD)-ইফতার বিতরণ(চট্টগ্রাম জেলা-শাখা)

যারা আজ সমাজে প্রতিহিংসার মানবতার কাজ করছেন তাদের জন্য শিক্ষনিয় পোষ্ট।
যারা কিছু দিনের জন্য নিজেদের সার্থ আদায়ের জন্য মানুষের কাছে হিরু হচ্ছেন,কিছু এতিম,অসহায় বাচ্চাদের স্বপ্ন দেখাচ্ছেন এবং সার্থ আদায় হয়ে গেলে তাদের কথা ভুলে যান।
দিক্কার জানাই ঐ সমস্থ মানবতার সংগঠনগুলাকে যারা কিছু দিনের জন্য এতিম, অসহায়দের পাশে কাজ করে সার্থ আদায়ের পর তাদের কে রাস্তায় পেলে চলে যান। সেই রাস্তায় পড়ে থাকা মানুষ গুলাকে আজ রাস্তা থেকে তুলে সকল হিংসা ভুলেগিয়ে নিজের কোলে বসিয়ে এক সাথে ইফতার করেন মানবার আইকন স্বপ্নসেবা কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মোঃসাইদুল ইসলাম (সুমন)
সেলুট আপনাকে মানবতার পাশে থাকার জন্য



No comments

Powered by Blogger.