স্বপ্নসেবা কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ(SSKF-BD)-মাত্র ৪৯ দিনে হাফেজ হওয়া রাফসানকে সংবর্ধনা

মাত্র ৪৯ দিনে হাফেজ হওয়া রাফসানকে স্বপ্নসেবা কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনা। 
কুমিল্লা ইবনে তাইমিয়ার হিফজ্ বিভাগের ছাত্র রাফসান মাহমুদ জিসান মাত্র ৪৯ দিনে মহাগ্রন্থ আল-কুরআন হিফজ্ করায় স্বপ্নসেবা কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করে। এ সময়ে সংগঠনটির প্রধান উপদেষ্টা জনাব মোঃ ওমর ফারুক, প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি মোঃ সাইদুল ইসলাম(সুমন) ও কেন্দ্রীয় আহবায়ক মোঃ রায়হান মিয়াজী সহ অনন্য সদস্যরা উপস্থিত ছিলেন।







No comments

Powered by Blogger.