স্বপ্নসেবা কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ(SSKF-BD)-মুমূর্ষু মায়ের জন্য টাকা কালেকশন

একজন মুমূর্ষু মা, যিনার দুটো কিডনীই নষ্ট হয়েগেছে। উনার চিকিৎসার জন্য মধ্যবিত্ত পরিবারকে গুনতে হচ্ছে লক্ষ লক্ষ টাকা। উনার চিকিৎসার জন্য সকলের কাছে সাহয্যের আবেদন করা হয়েছিলো। আজ আমাদের স্বপ্নসেবা কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ সংগঠনের গর্বিত সদস্যরা সকাল থেকেই কুমিল্লা সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউটের সকল ছাএ/ছাএীদের কাছে মুমূর্ষু মায়ের জন্য টাকা কালেকশন করেন। সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যিনারা এখন পর্যন্ত সাহায্য পাঠিয়েছেন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।


No comments

Powered by Blogger.