স্বপ্নসেবা কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ(SSKF-BD)-রক্তদান

 একের রক্ত অন্যের জীবন 
 রক্তই হোক আত্নার বাঁধন

রক্ত দিন জীবন বাঁচান
আপনার শরীরে বইয়ে যাওয়া রক্ত দিয়ে বেঁচে যেতে পারে অন্যের জীবন.....
এভাবেই নিয়মিত রক্ত দান করছেন স্বপ্নসেবা কল্যাণ ফাউন্ডেশণ বাংলাদেশ এর স্বেচ্ছাসেবীরা
হ্যাপি ব্লাড ডোনেটিং সারাদিন রোজা রেখে কুমিল্লা টাওয়ারে একজন মুমূর্ষ রুগিকে স্বেচ্ছায় রক্ত দান করলেন স্বপ্নসেবা কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ এর দুই স্বেচ্ছাসেবী
নাজমুল হোসেন (শাকিল), কেন্দ্রীয় অর্থ সম্পাদক
রয় দাশ, সিনিয়ার সদস্য
❤️সবাই রোগী এবং ডোনারের জন্য দোয়া করবেন ❤️
''মানবতার কল্যাণে এগিয়ে আসুন
স্বপ্নসেবা কল্যাণ ফাউন্ডেশন
👉আপনাদের সেবায় নিয়োজিত👈
💓 রক্ত দিয়ে বাঁচাব প্রাণ দূঢ় মোদের এই শ্লোগান 💓


No comments

Powered by Blogger.