স্বপ্নসেবা কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ(SSKF-BD)-শোক সংবাদ

●●●●আল মাহমুদ আর নেই ●●●
চলেই গেলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ । আজ রাত ১১টা ৫ মিনিটে ইবনে সিনা হাসপাতালে তিনি ইন্তেকালে করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন । কবির ছেলে শরীফ মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।
আল মাহমুদ একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন।
বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্‌ভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সম্মুখ সমরেও অংশ নিয়েছেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে দৈনিক গণকন্ঠের (১৯৭২-১৯৭৪) পত্রিকার সম্পাদক ছিলেন। ৮২ বছর বয়সী আল মাহমুদ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
কবি আল-মাহমুদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ কবিকে পরকালের অনন্ত জীবনে ভালো রাখুন। আমিন।

No comments

Powered by Blogger.